বাজিস-৭ : লক্ষ্মীপুরে ৫শ’ কেজি জাটকা জব্দ

197

বাজিস-৭
লক্ষ্মীপুর-জাটকা জব্দ
লক্ষ্মীপুরে ৫শ’ কেজি জাটকা জব্দ
লক্ষ্মীপুর, ২০ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার রায়পুরে প্রায় ৫শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। রোববার ভোরে উপজেলার চরবংশী মেঘনা নদীর কান্দার খাল এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। এসময় একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ফেলে পালিয়ে যায় আরোহী ও চালকরা। নৌকাটি তল্লাশি করে প্রায় ৫শ’ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। এরপর ইঞ্জিন চালিত নৌকাটিসহ জাটকা ইলিশ জব্দ করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, জব্দকৃত জাটকা ইলিশগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইঞ্জিন চালিত একটি নৌকা আটক রাখা হয়েছে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১৩১০/নূসী