নাটোরে পদ্মার চরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

167

নাটোর, ১৯ জানুয়ারি, ২০১৯ (বাসস) : পদ্মা বিধৌত নাটোরের চর দক্ষিণ লালপুরের অসহায়-সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বেসরকারি সমাজ উন্নয়ন সংগঠন হাফিজ-নাজনিন ফাউন্ডেশনের মাধ্যমে প্রাপ্ত শীতবস্ত্র চর এলাকার দক্ষিণ লালপুরে আলোর দরজা শিশু বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। শীতবস্ত্রের মধ্যে ছিলো কম্বল, সোয়েটার, মাপলার ও টুপি।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব ও সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, আলোর দরজা বিদ্যানিকেতনের শিক্ষক জসিম উদ্দিন, বিউটি খাতুন প্রমুখ।
উল্লেখ্য, লালপুর-বাগাতিপাড়া উপজেলায় হাফিজ-নাজনিন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বছর ১১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।
একই দিনে লালপুর উপজেলার চংধুপইল উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার ১শ’ গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী, নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী।