বাজিস-৬ : নড়াইলে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত, আহত ১৫

554

বাজিস-৬
নড়াইল-নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত, আহত ১৫
নড়াইল, ১৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার চাঁচড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের ড্রাইভার গোলাম মোস্তাফা (৫০) নিহত হয়েছেন। এ সময় ১৫ জন যাত্রী আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুক্রবার বেলা দেড়টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী এক্সপ্রেস বাস (যশোর-জ- ০৪-০০১৬) নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার চাঁচড়া এলাকায় পৌঁছলে সামনের চাকার টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের ড্রাইভার মোস্তফা মারা যান এবং বাসের ১৫ জন যাত্রী আহত হন। আহতদের নড়াইল ফায়ার সার্ভিস ও তুলারামপুর হাইওয়ে পুলিশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে এনে ভর্তি করে। দুর্ঘটনার পর কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বাসস/সংবাদদাতা/২১০০/মরপা