বাসস ক্রীড়া-৪ : দ. আফ্রিকার বিপক্ষে ভাগ্য ফেরাতে চায় পাকিস্তান

295

বাসস ক্রীড়া-৪
পাকিস্তান-দ. আফ্রিকা
দ. আফ্রিকার বিপক্ষে ভাগ্য ফেরাতে চায় পাকিস্তান
পোর্ট এলিজাবেথ, ১৮ জানুয়ারি, ২০১৯ (বাসস/এএফপি) : স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে শনিবার সেন্ট জর্জ পার্কে প্রথম ম্যাচ দিয়ে পাঁচ ওয়ানডে সিরিজ শুরু করবে সফরকারী পাকিস্তান।
সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে সফরকারীরা। তিন ম্যাচ সিরিজে কোন টেস্টেই চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতি পর্যন্ত যেতে পারেনি উপমহাদেশের দলটি। তবে শর্ট পিচ বোলি নিয়ামক না হওয়ায় ৫০ ওভার ফর্মেটে তাদের আশাবাদী হওয়ার যথেষ্ঠ কারণ আছে।
চলতি বছরের মাঝামাঝিতে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে এ সিরিজটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃতীয় টেস্ট শেষে সোমবার পাকিস্তান কোচ মিকি আর্থার বলেন, ‘টেস্টের তুলনায় ওয়ানডেতে নিঃসন্দেহে আমরা অনেক ভাল দল।
২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সক্ষমতার প্রমান দিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টে বৃষ্টি বিঘিœত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল পাকিস্তান। সেই থেকে শুরু করে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানেরজয়ের রেকর্ড ১৭-১০।
গত বছরের শেষ দিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া মোহাম্ম হাফিজ ও শোয়েব মালিকের অন্তর্ভুক্তিতে পাকিস্তানের ব্যাটিং লঅইন আপ শক্তিশালী হবে। তা ছাড়া দলের হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন দুই স্পিনার শাদাব খান ও ইমাদ ওয়াসিম।
দলে আছে আক্রমণাত্মক ব্যাটসম্যান ফখনর জামান। শর্ট বলে নড়বড়ে বাঁ-হাতি এ ওপেনার টেস্ট সিরিজে চার ইনিংসে মাত্র ৩২ রান করলেও ওয়ানডে ক্রিকেটে তার স্কোরিং সক্ষমতা অতুলনীয়। ৫০ ওভার ফর্মেটে ৫৭ দশমিক ৯৫ গড়ে তার রান সংখ্যা ১২৭৫।
চার স্পেশালিস্ট বোলার নিয়ে নিজেদের বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে গুরুত্বপূর্ণ ব্যাটিং অর্ডারে সাত নম্বরে এখনো একজন ব্যাটিং অলরাউন্ডার ঠিক করতে পারেনি।
তারা কেবলমাত্র সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। যেখানে ফাস্ট বোলার ডেল স্টেইন ও উইকেটরক্ষক কুইন্টন ডি কককে বিশ্রাম দেয়া হয়েছে।
এমন পরিবর্তনে নিজকে প্রমানের আরেকটা সুযোগ পাচ্ছে ওপেনিং ব্যাটসম্যান আইডেন মার্করাম। কেননা এ ফর্মেটে এখনো নিজকে প্রমান করতে পারেননি।তিনি। এছাড়া টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পুরস্কার হিসেবে ওয়ানডেতে ডাক পেয়েছেন পাস্ট বোলার ডুয়াইন অলিভার।
দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে মন্থর গতির পিচ পোর্ট এলিজাবেথ, যা সফরকারীদের জন্য সহায়ক হবে। এ মাঠেই তাদের সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে ওয়ানডে সিরিজ জিতেছিল সফরকারী পাকিস্তান। যা ছিল দক্ষিণ আফ্রিকার মাটিকে উপমহাদেশের দলটির একমাত্র ওয়ানডে সিরিজ জয়।
দল:
দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, আইডেন মার্করাম, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ড্যান প্যাটারসন, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডুয়ান অলিভিয়ের, ফন ডার ডুসেন।
পাকিস্তান: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হুসেইন তালাত, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খনি, শাহিন আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান খান।
সুচি:
জানুয়ারী ১৯ প্রথম ওয়ানডে, পোর্ট এলিজাবেথ
জানুয়ারী ২২ দ্বিতীয় ওয়ানডে, ডারবান
জানুয়ারী ২৫ তৃতীয় ওয়ানডে, সেঞ্চুরিয়ন
জানুয়ারী ২৭ চতুর্থ ওয়ানডে, জোহানেসবার্গ
জানুয়ারী ৩০ পঞ্চম ওয়ানডে, কেপ টাউন।
বাসস/এএফপি/০৯০৫/স্বব