পাকিস্তানে খেলার ‘সঠিক সময়’ বললেন ডি ভিলিয়ার্স

335

লন্ডন, ১৮ জানুয়ারি, ২০১৯ (বাসস/এএফপি) : এবারের পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে তার অংশগ্রহণ বিশ্বের সেরা খেলোয়াড়দের পাকিস্তান ফিরতে উদ্বুদ্ধ করবে মনে করছেন দক্ষিণ আফ্রিকার এ বি ডি ভিলিয়ার্স।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকে পাকিস্তানকে তাদের অধিকাংশ ‘হোম’ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলতে হচ্ছে। যদিও গত বছর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তান সফর করেছিল।
আগামী ৯ এবং ১০ মার্চ পিএসএল’র দুটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডি ভিলিয়ার্স এ ম্যাচে অংশ নেবেন বলে সম্মতি দিয়েছেন। সেটা হলে নিঃসন্দেহে ডি ভিলিয়ার্সই হবেন পাকিস্তানের মাটিতে গত এক দশক পর বিদেশী হাই প্রোফাইল কোন খেলোয়াড়।
বিবিসিকে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি মনে করছি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর সাহায্য হিসেবে আমি এ সুযোগটি পাচ্ছি।’
তিনি বলেন, ‘কয়েক বছর আগে আমি সেখানে যেতে ইচ্ছুক ছিলাম না, কেননা আমরা সবাই চিন্তিত ছিলাম। তবে আমি মনে করছি সেখানে যাওযার জন্য এটাই সঠিক সময়।’
‘আমি সেখানে যাওয়ার এবং বেশ মজা করার আশা করছি এবং পুরো বিশ্বকে দেখাতে চাই ভ্রমণের জন্য পাকিস্তান এখন নিরাপদ।’