বাজিস-১২ : পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়ান দিবস পালিত

168

বাজিস-১২
সুচিত্রা -সেন
পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়ান দিবস পালিত
পাবনা, ১৭ জানুয়ারি ২০১৯ (বাসস) : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৫ম প্রয়াণ দিবস স্মরণে পদযাত্রা, আলোচনা সভা ও সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার এ উপলক্ষ্যে সকাল দশটায় পাবনা শহরের গোপালপুর মহল্ল¬ার হেমসাগর লেনের সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে (সুচিত্র সেন সংগ্রহশালা) স্থাপিত সুচিত্রা সেনের মুর‌্যালে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ। পরে সেখান থেকে এক স্মরণ পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে সুচিত্রা সেনের শৈশবের স্মৃতি বিজড়িত বিদ্যাপিঠ পাবনা টাউন গার্লস স্কুলে এসে শেষ হয়। সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি ডাঃ রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিয়ুর রহমান, পাবনা সংবাদ পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারন সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু প্রমূখ।
এছাড়াও বেলা ১২ টায় স্থানীয় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি অডিটরিয়ামে স্মরণ সভার আয়োজন করে সপ্তসুর সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের উপদেষ্টা প্রলয় চাকীর সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাধারন সম্পাদক আখিঁনুর ইসলাম রেমন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশন করা হয়।
বাসস/সংবাদদাতা/১৯২০/মরপা