বাসস ক্রীড়া-১১ : ঢাকার বিপক্ষে প্রতিশোধের মিশন সিলেটের

164

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বিপিএল
ঢাকার বিপক্ষে প্রতিশোধের মিশন সিলেটের
সিলেট, ১৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সিলেট পর্বে একদিন বিরতি দিয়ে আবারো কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ষষ্ঠ আসরের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও স্বাগতিক সিলেট সিক্সার্স।
সিলেটের জন্য ম্যাচটি প্রতিশোধের। কারণ ঢাকা পর্বে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিলো সিলেট। ঐ ম্যাচটি ৩২ রানে জিতেছিলো ঢাকা। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৭৩ রান করে ঢাকা। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করতে পারে সিলেট। তাই ঐ হারের বদলা নিজেদের মাঠে নিতে প্রস্তুত সিলেট।
সিলেট পর্বে খেলতে আসার আগে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট সংগ্রহে রাখতে পেরেছিলো স্বাগতিকরা। নিজ মাঠে ইতোমধ্যে ২টি ম্যাচ খেলেছে সিলেট। খুলনা টাইটান্সের কাছে ২৫ রানে হারলেও বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে ২৭ রানে জয় তুলে নেয় সিলেট। তাই আত্মবিশ্বাসী হয়েই শক্তিশালী ঢাকার বিপক্ষে খেলতে নামবে সিলেট।
ঢাকার আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে, এটি বলাই যায়। কারন টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে হারের লজ্জা পেল ঢাকা। সিলেটে এসে জয়রথ থেমে গেছে ঢাকার। রাজশাহী কিংসের কাছে ২০ রানে হারে ঢাকা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৬ রান করে রাজশাহী। জবাবে ৯ উইকেটে ১১৬ রানে আটকে যায় ঢাকা। ফলে এবারের আসরে প্রথমবারের মত হারের স্বাদ পায় সাকিব আল হাসানের দল।
ঢাকা ডায়নামাইটস দল : সাকিব আল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ, মোহর শেখ অন্তর, সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্র বার্জ ও ইয়ান বেল।
সিলেট সিক্সার্স দল : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী অনিক, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, নিকোলাস পুরান ও মোহাম্মদ নওয়াজ।
বাসস/এএমটি/১৮২০/স্বব