বাসস ক্রীড়া-১০ : ইনজুরির কারণে দেশে ফিরে যাবেন ওয়ার্নার

152

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বিপিএল
ইনজুরির কারণে দেশে ফিরে যাবেন ওয়ার্নার
সিলেট, ১৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : কনুই’র ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ষষ্ঠ আসরের মাঝপথেই দেশের ফিরে যাবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও সিলেট সিক্সার্সের দলপতি ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এ কথা জানিয়েছে।
বিপিএলে আরও দু’টি ম্যাচ খেলে আগামী সোমবার ওয়ার্নার অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন বলে নিশ্চিত করেছে সিএ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইটে বলা হয়, ‘যদিও ওয়ার্নারের ইনজুরির অবস্থা এখনও সঠিকভাবে জানা যায়নি না। তবে দেশে ফিরে যাবার আগে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন তিনি। অর্থাৎ ১৮ ও ১৯ তারিখ সিলেটের দু’টি ম্যাচে খেলবেন ওয়ার্নার।’
বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে এখন অবধি পাঁচটি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। ওই পাঁচ ইনিংসে ওয়ার্নার স্কোর ছিলো- ১৪, ৫৯, ৭, ০ ও ৬১*।
গেলো সপ্তাহে কনুইয়ের ইনজুরি নিয়ে দেশে ফিরে যান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আসা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। অবশ্য ইতোমধ্যে অস্ত্রোপচারও করিয়েছেন তিনি।
বল টেম্পারিং-এর কারণে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন স্মিথ ও ওয়ার্নার।
বাসস/এএমটি/১৭৩৫/-স্বব