বঙ্গবন্ধুর নামে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

202

ময়মনসিংহ, ১৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু বলেছেন, জাতীয়ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি কালচারাল বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে।
বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলে পরবর্তী কার্যক্রম নেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী বিভাগ, এ বিভাগের সাংস্কৃতিক ইতিহাস সমৃদ্ধ। এই সমৃদ্ধ ইতিহাস দেশবাসির সামনে তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রেবেকা ইয়াসমীন, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মদ ও অধ্যাপক সিরাজুল ইসলাম।
দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ সম্পকে প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এক্ষেত্রে তিনি সুুধী সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সহযোগিতা কামনা করেন।