নড়াইলে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের কর্মশালা

217

নড়াইল, ১৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) সফলভাবে পালন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের সভাকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ( দায়িত্ব প্রাপ্ত ) ডাঃ মিনা হুমায়ুন কবীর।
কর্মশালায় ডাঃ সাহাবুর রহমান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্ত ফোরকান আলী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ইউনুচ আলী, ইপিআই কর্মকর্তা হারাধন মজুমদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবীর টুকু উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার মোট ৯৮২ টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৪ হাজার ২৬৮ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৮৪ জন শিশুকে নীল রঙের “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৩ হাজার ১ শত ৮৪ জন শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। জাতীয় ভিটামিন“এ” প্লাস ক্যাম্পেইনের উদ্যেশ্য ও এর প্রয়োজনীয়তা বিষয়ে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।