বাসস দেশ-৩৯ : দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের ব্যাপারে ছাড় দেয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

547

বাসস দেশ-৩৯
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী- জনসভা
দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের ব্যাপারে ছাড় দেয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৬ জানুয়ারি, ২০১৯ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও ইভটিজিংয়ের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, ‘দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ করা হবে।’
আজ নেত্রোকোনা জেলার পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী প্রথমে নিজ জেলা নেত্রকোনাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন। মাছের জন্য বিখ্যাত নেত্রকোনা জেলায় একটি মৎস্য গবেষণাগার স্থাপনের ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান শাহীন ও পৌরমেয়র নজরুল ইসলাম খান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ বীণা বক্তৃতা করেন।
পরে প্রতিমন্ত্রী নেত্রকোনা সদর উপজেলার চলি¬শা ইউনিয়নের হেনা ইসলাম কলেজ পরিদর্শন এবং নেত্রকোনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
বাসস/সবি/এফএইচ/২০৫৫/কেএমকে