বাসস ক্রীড়া-১৫ : লিটন-ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতে সিলেটের সংগ্রহ ১৮৭/৫

296

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট বিপিএল
লিটন-ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতে সিলেটের সংগ্রহ ১৮৭/৫
সিলেট, ১৬ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০ ক্রিকেটে সিলেট পর্বের চতুর্থ ও টুর্নামেন্টের ১৮তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টসের বিপরীতে আগে ব্যাটিং করে লিটন দাস ও ডেভিড ওয়ার্নারের জোড়া হাফ হাফ সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে সিলেট সিক্সার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আজ দিনের দ্বিতীয় ম্যাচে শুরুটা বেশ ভাল করেন দুই ওপেনার লিটন দাস ও সাব্বির রহমান। ৮ দশমিক ৩ ওভারে দলীয় ৭৩ রানে প্রথম উইকেট হারায় সিলেট। একটি করে চার-ছক্কায় ২০ বলে ২০ রান করে বেনি হাওয়েলের শিকার হন সাব্বির। এরপর লিটন ওয়ার্নার জুটিতে ৫৬ রানের জুটি গড়েন। ৪৩ বল মোকাবেলায় ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৭০ রান করে লিটন রান আউটের শিকার হলে দলীয় ১২৯ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। নিকোলাস পুরান ১৬ বলে ২৬ রান করেন। ৩টি চার ১টি ছক্কা হাঁকানো পুরানকে সরাসরি বোল্ড আউট করেন শফিউল ইসলাম। পরের বলেই আরিফ হোসেনকে সাজ ঘরে পাঠান শফিউল। তবে ৬টি চার এবং ২ ছক্কায় ৩৬ বলে ৬১ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। রংপুরের শফিউল ইসলাম ৩১ রানে নেন ৩ উইকেট।
বাসস/এএসজি/এএমটি/২০১৫/মোজা/স্বব