বাসস দেশ-৩৮ : নির্বাচন বিষয়ে টিআইবির মন্তব্য অসৌজন্যমূলক : সিইসি

301

বাসস দেশ-৩৮
সিইসি-টিআইবি
নির্বাচন বিষয়ে টিআইবির মন্তব্য অসৌজন্যমূলক : সিইসি
ঢাকা, ১৬ জানুয়ারি, ২০১৯ (বাসস ) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনকে ভিত্তিহীন অভিহিত করে বলেছেন, নির্বাচন বিষয়ে টিআইবি যে মন্তব্য করেছে তা অসৌজন্যমূলক।
তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনে নতুন নিয়োগ পাওয়া কর্মীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন প্রত্যাখ্যান করে নূরুল হুদা বলেন, ‘ওই প্রতিবেদন আমরা প্রত্যাখ্যান করেছি, ওই প্রতিবেদন ভিত্তিহীন। আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি।’
মাঠ পর্যায় এবং মিডিয়া থেকেও এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু মিডিয়া নয়, যারা নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করেছেন, তাদেরও আমরা গুরুত্ব দিয়েছি। টিআইবি যে ভাবে বলেছে কোন জায়গায় সাংবাদিকরা সে ভাবে দেখাননি।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের তফশিল শিঘ্রই ঘোষণা করা হবে।
উল্লেখ্য এর আগে উপ-নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট আবেদন আজ হাইকোর্ট খারিজ (রুল ডিসচার্জ) করে দেয়।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দৈন।
বাসস/কেসি/২০৩৫/এইচএন