বাসস দেশ-৩৬ : সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে : স্পিকার

278

বাসস দেশ-৩৬
স্পিকার- জনপ্রত্যাশা
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে : স্পিকার
ঢাকা, ১৬ জানুয়ারি, ২০১৯ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে ।
তিনি আজ পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনত্তোর উন্নয়নমূলক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ সময় স্পিকার বলেন,‘পীরগঞ্জের উন্নয়নের জন্য আমরা এখনই কাজ শুরু করতে চাই। সময় নষ্ট না করে আপনাদের পরিকল্পনা অনুযায়ী সার্বিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন তৃণমুলে পৌঁছে দিতে চাই।’
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিগণ পীরগঞ্জের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন। স্পিকার পীরগঞ্জের সার্বিক উন্নয়নে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম পিন্টু, মোনায়েম সরকার মানু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ সভায় অংশ নেন।
বাসস/সবি/এমআর/২০০৫/এএএ