বাসস দেশ-৩৩ : ডিজিটালাইজেশনের ফলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

292

বাসস দেশ-৩৩
ইমরান-সংবর্ধনা
ডিজিটালাইজেশনের ফলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সিলেট, ১৬ জানুয়ারি, ২০১৯ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ ছাত্র-ছাত্রীদের প্রযুক্তির সঠিক ব্যবহার করে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার সিলেটের গোয়াইনঘাট কলেজে এক সংবর্ধনা সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ইমরান আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত, আধুনিক ও সমৃদ্ধ করেছেন। ডিজিটালাইজেশনের ফলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, নতুন প্রজন্মকে আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে হলে তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হতে হবে। যে শিক্ষা দেশ ও দেশের মানুষকে ভালবাসতে শেখায় না সে শিক্ষা কোন কাজের না বলে তিনি উল্লেখ করেন।
বাসস/তবি/এমএন/১৯০০/এমএবি