বাসস ক্রীড়া-১২ : ধোনির প্রশংসায় কোহলি

317

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-কোহলি
ধোনির প্রশংসায় কোহলি
অ্যাডিলেড, ১৬ জানুয়ারি ২০১৯ (বাসস) : অধিনায়ক বিরাট কোহলির ১০৪ ও সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৫৫ রানের সুবাদে অস্ট্রেলিয়াকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনতে সক্ষম হয় ভারত। তবে ম্যাচ শেষে সাবেক দলপতি ধোনির প্রশংসা করলেন কোহলি। তিনি বলেন, ‘ধোনির সামর্থ্যের ব্যাপারে আমাদের কিছু বলার নাই। মঙ্গলবার এডিলেডে তিনি নিজেকে আবারো প্রমান করলেন। মঙ্গলবার রাতে অ্যাডিলেডে ধোনির ক্ল্যাসিক দেখতে পেলাম আমরা। এমন ব্যাটিং নৈপুণ্যে ধোনিকেই মানায়।’
অস্ট্রেলিয়ার ছুঁড়ে ২৯৯ রানের জয়ের লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামে ভারত। সিরিজে পিছিয়ে থাকায় চাপও ছিলো তাদের ওপড়। এ অবস্থায় ১০১ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন দু’ওপেনার । এরপর এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন কোহলি। ধোনির সাথে চতুর্থ উইকেটে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৩৯তম সেঞ্চুরিও তুলে নেন তিনি। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি কোহলি। তবে ভারতকে জয়ের রাস্তায় রেখে প্যাভিলিয়নে ফিরেন কোহলি।
কোহলির দেখানো পথে হাটেন অফ-ফর্মে থাকা ধোনি। দীনেশ কার্তিক নিয়ে ৩৪ বলে অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি গড়ে ভারতকে দুর্দান্ত এক জয়ের স্বাদ দেন ধোনি। ২টি ছক্কায় ৫৪ বলে অপরাজিত ৫৫ রান করেন ধোনি। ২টি চারে ১৪ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন কার্তিক। তাই ৪ বল বাকী রেখে জয় পায় ভারত।
এজন্য ম্যাচ শেষে ধোনির প্রশংসা করেন কোহলি। তিনি বলেন, ‘ধোনি ম্যাচকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। এটাই তার লক্ষ্য ছিলো। নিজের ওপর পুরো আস্থা ছিলো তার। তাই শেষ পর্যন্ত ম্যাচ বের করেছে সে। এই রাতটা তারই ছিল।’
ধোনির পাশাপাশি কার্তিকের প্রশংসাও করলেন কোহলি। তিনি বলেন, ‘কার্তিকও ভালো খেলেছে। অন্যপ্রান্ত দিয়ে পরিস্থিতি অনুযায়ী খেলেছে সে। ধোনির ওপর চাপ সৃষ্টি করেনি সে।’
নিজের ইনিংস নিয়েও কথা বলেছেন কোহালি, ‘আমার চিন্তা ছিলো বল আর রানের ব্যবধান বেশি না করা। তাই দু-তিনটে ওভার বেছে নিয়ে আক্রমণ করি। সেঞ্চুরির পর লক্ষ্য ছিলো শেষ পর্যন্ত খেলা। কিন্তু পারিনি। তবে ধোনি যে এখনও আমাদের আসল ভরসা, তা প্রমাণ করলো।’
বাসস/এএমটি/১৮৪৫/মোজা/স্বব