বাসস ক্রীড়া-১০ : দুই বছর পর ও: ইন্ডিজ টেস্ট দলে ব্রাভো

181

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ওয়েস্ট ইন্ডিজ দল
দুই বছর পর ও: ইন্ডিজ টেস্ট দলে ব্রাভো
বার্বাডোজ, ১৬ জানুয়ারি ২০১৯ (বাসস) : দুই বছরেরও বেশি সময় পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে ডাক পেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। আগামী সপ্তাহে নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ ১৪ সদস্যের দলে আছেন ব্রাভো। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারও। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি হোল্ডার।
২০১৬ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতের শারজাহতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ব্রাভো। ঐ সিরিজের প্রথম টেস্টে ৮৭ ও ১১৬ রানের নান্দন্দিক ইনিংস খেলেন ব্রাভো। তবে পরের দু’টেস্টে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। এরপর থেকেই ক্যারিবীয় টেস্ট দলের বাইরে রয়েছেন ব্রাভো।
তবে গেল বছর ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ঠিকই ফিরেছেন ব্রাভো। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে খেলেছেন ব্রাভো। তবে ঐ সিরিজের টেস্ট দলের ছিলেন না তিনি। এবার টেস্ট দলেও ফিরলেন তিনি।
জাতীয় দলের জার্সি গায়ে ৪৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ব্রাভো। ব্যাট হাতে ৮৯ ইনিংসে ৪০ গড়ে ৩,৪০০ রান করেছেন তিনি। ব্রাভোর দলে ফেরা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্রধান কর্টনি ব্রাউন বলেন, ‘দলের ব্যাটিং লাইন-আপের শক্তি বাড়াতেই ব্রাভোকে দলে নেয়া হয়েছে। এছাড়া সে অভিজ্ঞ খেলোয়াড়। ইংল্যান্ডের বিপক্ষে তার অভিজ্ঞতা কাজে লাগবে দলের। আশা করছি, সে ভালো পারফরমেন্স করবে।’
ব্রাভোর ফেরার স্কোয়াডে নতুন মুখ দু’টি। এরা হলেনÑ ব্যাটসম্যান শামরাহ ব্রুকস ও ব্যাটিং অলরাউন্ডার জন ক্যাম্পবেল। ৩০ বছর বয়সী ব্রুকস ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ছিলেন। এখন পর্যন্ত ৬৭টি প্রথম শ্রেনির ম্যাচে ৫টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ৩৩৪৭ রান করেন ব্রুকস।
৫৫টি প্রথম শ্রেনির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ক্যাম্পবেলেরও। ৩টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে ৩০৩৭ রান করেন তিনি। বল হাতে ৫৬ উইকেট শিকার তার ঝুলিতে রয়েছে।
ব্রিজ টাউনে আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে ওয়েস্ট-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামরাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, শেন ডউরিচ, শ্যানন গাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেপ, কেমার রোচ, জোমেল ওয়ারিকান, ওশান থমাস।
বাসস/এএমটি/১৮৩৫/মোজা/স্বব