বাসস বিদেশ-৬ : আইএনএফ অস্ত্রচুক্তি রক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে প্রস্তুত রাশিয়া : ল্যাভরভ

123

বাসস বিদেশ-৬
যুক্তরাষ্ট্র রাশিয়া
আইএনএফ অস্ত্রচুক্তি রক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে প্রস্তুত রাশিয়া : ল্যাভরভ
মস্কো, ১৬ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, গুরুত্বপূর্ণ আইএনএফ অস্ত্রচুক্তি রক্ষায় মস্কো ওয়াশিংটনের সাথে কাজ করতে প্রস্তুত।
বুধবার ল্যাভরভ সাংবাদিকদের বলেন, আমরা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি (আইএনএফ চুক্তি) রক্ষায় কাজ করতে প্রস্তুত।
তিনি একইসঙ্গে আলোচনায় সহযোগিতার জন্যে ইউরোপের প্রতি আহ্বান জানান।
বাসস/জুনা/১৭৪৫/আরজি