বাসস দেশ-২ : বিশিষ্ট সাংবাদিক আমানউল্লাহ কবীর আর নেই

170

বাসস দেশ-২
কবির-ইন্তেকাল
বিশিষ্ট সাংবাদিক আমানউল্লাহ কবীর আর নেই
ঢাকা, ১৬ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আমানউল্লাহ কবির (৭৩) গতরাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে…রাজেউন)।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও মহাসচিব আমানউল্লাহ কবির বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা ইউনিটে রাত ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে তার কিডনি এবং লিভারের চিকিৎসা চলছিল।
তিনি স্ত্রী, তিনপুত্র এবং দুইকন্যা রেখে গেছেন।
আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আমানউল্লাহ কবীরের প্রথম নামাজে জানাজার পর জামালপুর জেলার মেলান্দহ উপজেলা রেখিরপাড়ায় তার নিজ গ্রামে মরদেহ নিয়ে যাওয়া হবে। তাকে আগামীকাল পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি বাসসসহ নির্বাহী সম্পাদক হিসেবে দ্য ইন্ডিপেডেন্ট, বার্তা সম্পাদক পদে দি ডেইলি স্টার, সম্পাদক পদে দৈনিক আমর দেশ এবং অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সিনিয়র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বাসস/জিএমআর/অনু-কেজিএ/১২১৫/এমএসআই