বাসস ক্রীড়া-৩ : এশিয়ান কাপের ব্যর্থতায় পদত্যাগ করলেন ভারতীয় কোচ

161

বাসস ক্রীড়া-৩
ফুটবল-ভারত
এশিয়ান কাপের ব্যর্থতায় পদত্যাগ করলেন ভারতীয় কোচ
আবু ধাবী, ১৬ জানুয়ারি ২০১৯ (বাসস) : এশিয়ান কাপ ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার পর ভারতীয় দল থেকে পদত্যাগ করেছেন কোচ স্টিফেন কন্সটেনটিন।
সোমবার শারজাহতে বাহরাইনের কাছে ১-০ গোলে পরাচিত হয়ে গ্রুপ-এ’র তলানির দল হিসেবে এশিয়ান কাপ থেকে বিদায় নেয় ভারত। যদিও এশিয়ান কাপের ইতিহাসে প্রথম ভারতীয় দল হিসেবে নক আউট পর্বে যাবার সম্ভাবনা তৈরী করেছিল কন্সটেনটিনের দলটি। বাহরাইনের সাথে গোলশুন্য ড্র করতে পারলেই সেই আশা পূরণ হতো। কিন্তু ৯১ মিনিটে পেনাল্টিট থেকে জামাল রাশেদের গোলে ভারতকে বিদায় করে নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করে বাহরাইন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্সটেনটিনের পদত্যাগের বিষয়টি জানা গেছে বলে ভারত নিশ্চিত করেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো এ ব্যপারে আনুষ্ঠানিক কোন যোগাযোগ কোচের সাথে করা হয়নি। তবে ভারতীয় ফুটবল ফেডারেশন তার পদত্যাগ পত্র গ্রহণ করেছে ও ভারতীয় ফুটবলে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে।
বাসস/নীহা/১০০০/স্বব/