বাসস ক্রীড়া-১৩ : দ্বিতীয় রাউন্ডে হালেপ-ওসাকা-প্লিসকোভা

291

বাসস ক্রীড়া-১৩
টেনিস-মহিলা
দ্বিতীয় রাউন্ডে হালেপ-ওসাকা-প্লিসকোভা
সিডনি, ১৫ জানুয়ারি ২০১৯ (বাসস) : বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে মহিলা এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ, চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাক ও সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা ।
গেল আসরে ফাইনাল খেলেছিলেন হালেপ। কিন্তু শিরোপার স্বাদ নিতে পারেননি । তাই এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামেন হালেপ। শিরোপা জয়ের পথে শুরুটা ভালোই করেছেন তিনি। তবে প্রথম সেটে অবাছাই এস্তোনিয়ার কাইয়া কানেপি পরীক্ষায় ফেলে দিয়েছিলেন হালেপকে। সেই পরীক্ষায় হার মানে হালেপ। টাইব্রেকারে গড়ানো সেটটি ৭-৬ (৭/২) গেমে জিতে নেন কানেপি। তবে পরের দু’সেটে ঘুড়ে দাঁড়ান হালেপ। ৬-৪ ও ৬-২ গেমে পরের দু’সেট জিতে ২ ঘন্টা ১১ মিনিটের লড়াইয়ের ইতি টানেন হালেপ।
হালেপ তিন সেট লড়াই করে জয়ের হাসি হাসলেও সরাসরি সেটে ম্যাচ জিতে নেন ওসাকা। অবাছাই পোল্যান্ডের মাজদা লিনেটকে ৬-৪ ও ৬-২ গেমে হারিয়ে দেন ওসাকা। এ ম্যাচটি শেষ করতে ৫৮ মিনিট সময় নিয়েছেন ওসাকা।
ওসাকার মত সরাসরি সেটে ম্যাচ জিতেন প্লিসকোভাও। স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে দেন প্লিসকোভা।
বাসস/এএএমটি/২০০৫/মোজা/স্বব