বাসস প্রধানমন্ত্রী-৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অভিনন্দন অব্যাহত (লীড)

319

বাসস প্রধানমন্ত্রী-৪ (লীড)
শেখ হাসিনা-অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অভিনন্দন অব্যাহত (লীড)
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় কিউবার প্রেসিডেন্ট, পোল্যান্ডের প্রধানমন্ত্রী এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীসহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধান তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ- ক্যানেল বেটমুডেজ বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন।’
কিউবার নেতা দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারে একসাথে কাজ করার ব্যাপারে তাঁর আগ্রহ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী মেটিউৎজ মোরাউইসকেল বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিযুক্ত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই এবং এই সম্মানীত ও দায়িত্বশীল পদে আপনার সাফল্য কামনা করি।’
তিনি আশা প্রকাশ করেন, গতিশীলভাবে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ন সম্পর্ক অব্যাহত থাকবে, যা অভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে পরিণত হবে।
শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেস ব্যাবিস বলেন, ‘বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমি গুরুত্ব দেই। আমি বিশ্বাস করি, অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে দু’দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।’
বাসস/এসএইচ/অনু-এমকে/১৯৪৫/-আসচৌ