রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

350

সিলেট, ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব নেতাদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘ রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদেরও দায়-দায়িত্ব রয়েছে। মানবিক এই সমস্যা দূর করার জন্য তাদেরও বলিষ্ঠ ভূমিকা রাখা প্রয়োজন।’
আজ মঙ্গলবার সিলেটে পৌঁছে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বেলা দেড়টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
মন্ত্রী হওয়ার এই প্রথম ড. মোমেন সিলেট সফরে গেলে দলীয় নেতাকর্মী, সমর্থক, প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ তাঁকে স্বাগত জানান।
পররাষ্ট্রমন্ত্রী প্রথমে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত ও পারিবারিক গোরস্থানে মা-বাবা ও আত্মীয়দের কবর জিয়ারত করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যু অনেক দিন জিঁইয়ে রাখা হলে এ অঞ্চলে অশান্তি সৃষ্টি হবে। এতে বাংলাদেশ ও মায়ানমার সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবেশী সকল দেশের স্বার্থ বিঘিœত হবে। তাই সকলের মঙ্গলের জন্য এই সমস্যার শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধান প্রয়োজন।’
ড. মোমেন বলেন, ‘রোহিঙ্গা ইস্যু খুবই জটিল ও গুরুত্বপূর্ণ। অনেক কাজ হয়েছে। আরো আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে পরিস্থিতি আমাদের অনুকূলে নেয়ারও চেষ্টা করবো।’
তিনি বলেন, ‘নতুন করে এই ইস্যু নিয়ে এখনো কোন চিন্তা করিনি। তবে এ পর্যন্ত সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো বাস্তবায়ন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমি আশাবাদি, মায়ানমার আমাদের বন্ধু রাষ্ট্র। তাদের সঙ্গে আলোচনা করেই এই সমস্যার সমাধান করতে হবে।’
মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম ভারত সফর প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘এটা কেবলমাত্র একটি সৌজন্য সফর। বিভিন্ন বিভাগের ৯জন সচিব যাবেন। সব মিলিয়ে বেশ কিছু বিষয়ে আলোচনা হবে।’
এদিকে, বিকেলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় বক্তব্যে মোমেন বলেন, ‘২০২১ সাল নাগাদ বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে এবং ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের জন্য তিনি অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেবেন।’
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বক্তব্য রাখেন। এসময় চেম্বারের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি ৩০ ডিসেম্বরের নির্বাচনে সন্ত্রাসী হামলায় আহত দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার খোঁজ নেন। সন্ধ্যায় হাফিজ কমপ্লেক্সে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।