বাসস দেশ-৩৩ : ব্রাহ্মণবাড়িয়ায় বরবাহী মাইক্রোবাস খাদে : নিহত ৫

317

বাসস দেশ-৩৩
দুর্ঘটনা-হতাহত
ব্রাহ্মণবাড়িয়ায় বরবাহী মাইক্রোবাস খাদে : নিহত ৫
ব্রাহ্মণবাড়িয়া, ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ব্রাহ্মণবাড়িয়ায় আজ একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে মহিলাসহ ৫জন নিহত হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় বরসহ ৩জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরুজ্জামানের ছেলে হাসান জামাল (৩২), একই এলাকার অপু মিয়া (৩০) ও তার স্ত্রী ঝুমুর বেগম (২৫), রাজিন সালেহিন লিটন (২৮) ও পরশ মিয়া (২৫)।
পুলিশ জানায়, বরবাহী একটি মাইক্রোবাস ঢাকার খিলগাঁও থেকে সিলেটে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রন হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হোসেন সরকার জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। পরে সেটি খাদে পড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।
দুর্ঘটনায় বর আশরাফুল ইসলামসহ (২৫) তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯০০/এমএবি