নাইজেরিয়ায় সামরিক ঘাঁটিতে বোকো হারামের হামলা

202

কানো (নাইজেরিয়া), ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে বোকো হারামের যোদ্ধারা হামলা চালিয়েছে। মঙ্গলবার সামরিক সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
সোমবার বিকেলে বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির প্রায় ১৭৫ কিলোমিটার উত্তর-পূর্বে রনে এ হামলা চালানো হয়। এতে স্থানীয় নাগরিকরা ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
স্থানীয় সম্প্রদায়ের এক নেতা বলেন, রোববার মাইদুগুরির প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মাগুমারিতে একটি সামরিক ঘাঁটি একই কায়দায় দখল করে নেয়ার চেষ্টা করা হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, রনে বর্তমানে অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়ে পড়া লোকের সংখ্যা প্রায় ৩৫ হাজার।
বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে এক সামরিক সূত্র জানায়, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে বোকো হারামের যোদ্ধারা তাদের হামলা শুরু করে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘প্রচন্ড যুদ্ধের পর সন্ত্রাসীরা রনের একটি সামরিক ঘাঁটি দখল করে নেয়।’