সরকার শিপিং সেক্টরের সামগ্রিক উন্নয়নে সচেষ্ট রয়েছে: খালিদ মাহমুদ

172
sdr

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার শিপিং সেক্টরের সামগ্রিক উন্নয়নে সচেষ্ট রয়েছে এবং জাহাজে চাকরিরত নাবিকদের কল্যাণে সব ধরণের সহযোগিতা দিতে বদ্ধপরিকর।
আজ মঙ্গলবার নৌপরিবহন অধিদফতরের সভাকক্ষে চীন সাগরে জাহাজ ডুবিতে নিহত নাবিকদের পরিবারের মধ্যে চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশী নাবিকদের জাহাজে চাকরিকালীন সময়ে যে কোন দুর্ঘটনায় ক্ষতিপূরণ ও নাবিকদের সমস্যাসমূহ সমাধানের জন্য নৌপরিবহন অধিদপ্তর সবসময় আন্তরিক। নিহতদের পরিবারের মানবিক বিষয়গুলো সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে।
অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী মৃত নাবিকদের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ সময়ে নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
২০১৮ সালে ৬ জানুয়ারি চীনের উত্তর পূর্ব সাগরে চীনের মালবাহী জাহাজ এম ভি ক্রিস্টাল এর সঙ্গে ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন জাহাজ এম টি সানচির সঙ্গে সংর্ঘষে এম টি সানচি জাহাজে আগুন ধরে যায় এবং এর ফলে জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। ওই সময়ে উক্ত জাহাজে ৩০ জন ইরানিয়ান নাবিক এবং ২ জন বাংলাদেশী নাবিক মৃত্যুবরণ করেন।