বাসস দেশ-৫ : বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

117

বাসস দেশ-৫
বঙ্গবন্ধুর আদর্শ- ইমরান আহমদ
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করতে হবে।
তিনি আজ সকালে সিলেট জৈন্তাপুর রাংগপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের এক সমাবেশে বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সার্বিক ইতিহাস জানতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তার আদর্শ দুখী মানুষের মুখে হাসি ফুটানো। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের।
রাংগাপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে আরোও এ সময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া ও অধ্যক্ষ ফজলুল হক।
বাসস/সবি/এসই/১৪৩৫/কেজিএ