বাজিস-৫ : নারীকে পেছনে রেখে দেশ এগিয়ে যেতে পারে না : জেলা প্রশাসক

148

বাজিস-৫
চুয়াডাঙ্গা-নারী
নারীকে পেছনে রেখে দেশ এগিয়ে যেতে পারে না : জেলা প্রশাসক
চুয়াডাঙ্গা, ১৫ জানুয়ারি ২০১৯ (বাসস) : নারীকে পেছনে রেখে দেশ এগিয়ে যেতে পারেনা। তাই নারী বান্ধব বর্তমান সরকার উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে নারীদের এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যহত রেখেছে। উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে একটি বাড়ি একটি খামার অন্যতম। এ সমিতির মাধ্যমেই আপনাদের আত্মনির্ভরশীল হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। আপনি যখন আয় করে স্বাবলম্বী হবেন তখন পরিবারে আপনার মর্যাদা বেড়ে যাবে। বাল্য বিয়ে নিয়ে তিনি মায়েদের উদ্দেশ্যে আরও বলেন আপনার কন্যার বয়স ১৮ বছর না হলে তাকে যেন বিয়ের পিড়িতে বসানো না হয় সেদিক খেয়াল রাখবেন। তাকে সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। এক কথায় বলতে গেলে নারীর ক্ষমতায়নে নারীকেই এগিয়ে আসতে হবে। আজ মঙ্গলবার দুপুরে দামুড়হুদার কুড়–লগাছি মাঠপাড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতির সদস্যদের মাঝে উঠান বৈঠক কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস উপরোক্ত কথাগুলো বলেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক (বিআরডিবি) তাপসী নারী সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রতœারানী পাল, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহা: এনামুল করীম ইনু, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাজহারুল ইসলাম প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের জুনিয়র অফিসার আশরাফুল হক।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২৩৫/নূসী