বাজিস-৪ : পঞ্চগড়ে ১ লাক্ষ ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

166

বাজিস-৪
পঞ্চগড়-ভিটামিন এ প্লাস
পঞ্চগড়ে ১ লাক্ষ ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
পঞ্চগড়, ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : আগামী ১৯ জানুয়ারি পঞ্চগড়ে ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৭শ ৯২ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৩৯ হাজার ৮৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৭৭কেন্দ্রে দুই হাজার ১শ ৫৪ স্বেচ্ছাসেবী ও কর্মকর্তা এ ক্যাপসুল খাওয়ানোর কাজে অংশ নিবে।
মঙ্গলবার সকালে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ এ তথ্য জানানো হয়।
এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দীন,জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২১৫/নূসী