বাসস দেশ-১ : বিশিষ্ট সাংবাদিক আবু বকর চৌধুরীর ইন্তেকাল

170

বাসস দেশ-১
আবু বকর-ইন্তেকাল
বিশিষ্ট সাংবাদিক আবু বকর চৌধুরীর ইন্তেকাল
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই। তিনি আজ ভোরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আজ ভোর রাতে তিনি নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। এসময় ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে ভোর সোয়া ৫টায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, রাজধানীর ধানমন্ডি ১২/এ সড়কে আত তাকওয়া মসজিদে আজ বাদ যোহর আবু বকর চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে । আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি, মা এবং স্ত্রী দিল আফরোজা সহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবু বকর চৌধুরী ১৯৯১ সালে ‘সাপ্তাহিক প্রত্যায়ন’ পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি সাপ্তাহিক খবর, আজকের কাগজ, আমাদের সময়, সকালের খবর, সমকাল পত্রিকায় কাজ করেন । সর্বশেষ তিনি দৈনিক মানবকণ্ঠে কর্মরত ছিলেন।
বাসস/সবি/কেজিএ/এমএসআই/কেইউ/১১৪৫