বাজিস-২ : জয়পুরহাটে ১ লাখ ২৬ হাজার শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানো হবে

136

বাজিস-২
জয়পুরহাট-ভিটামিন এ
জয়পুরহাটে ১ লাখ ২৬ হাজার শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানো হবে
জয়পুরহাট , ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : আগামী ১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালার আয়োজন করা হয়। জেলায় এবার ১ লাখ ২৬ হাজার ৮৯৮ শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিভিল সার্জন ডা: হাবিবুল আহসান তালুকদার সাংবাদিক কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ভিটামিন ’এ’ এর অভাব জনিত সমস্যা নিয়ে পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতী রায়। বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সরদার রাশেদ মোবারক, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, শাজাহান সিরাজ মিঠু প্রমূখ।
জেলায় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ৬-১১ মাস বয়সের শিশু ১০ হাজার ৯৫৫ জন ও ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ১৫ হাজার ৯ শ ৪৩ জন শিশুকে এবার ভিটামিন ’এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সিভিল সার্জন ডা: হাবিুবল আহসান তালুকদার বলেন, জেলার পাঁচ উপজেলায়, ইউনিয়ন, পৌরসভা ও ভ্রাম্যমান সহ মোট ৮ শ ২৫ টি কেন্দ্রে স্বাস্থ্যসহকারি, পরিবার কল্যাণ সহকারি এবং স্বেচ্ছাসেবী হিসেবে ২ হাজার ৫৫ জন দায়িত্ব পালন করবেন। শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও ভিটামিন ’এ’ এর অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের ভিটামিন ’এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের শিশুদের উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় যোগদান করেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১১০৩/নূসী