বাজিস-১ : যশোরে সাড়ে ১৯ কোটি টাকার গ্রামীণ উন্নয়ন কাজ চলছে

136

বাজিস-১
যশোর-গ্রামীণ উন্নয়ন কাজ
যশোরে সাড়ে ১৯ কোটি টাকার গ্রামীণ উন্নয়ন কাজ চলছে
যশোর, ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার ৮ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা, পানি সরবরাহ, স্যানিটেশনসহ গ্রামীণ বিভিন্ন উন্নয়নখাতে এলজিএসপি-৩ (লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট) প্রকল্পের ১৯ কোটি ৫৩লাখ ১৮হাজার ৯২৩ টাকার কাজ চলমান রয়েছে।এছাড়াও প্রকল্পটির মাধ্যমে স্বাস্থ্য ও স্যানিটেশন,পয়:নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা,মানব সম্পদ উন্নয়ন,প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা,তথ্য প্রযুক্তি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উন্নয়ন চলছে।
এলজিএসপির ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর আব্দুল হালিম জানান,জেলার ৮ উপজেলার ৯৩টি ইউনিয়নে এ প্রকল্পের উন্নয়ন কর্মকান্ড চলছে।২০১৭-১৮ অর্থ বছরে প্রকল্পটির মাধ্যমে ১৯ কোটি ৫৩লাখ ১৮হাজার ৯২৩ টাকার কাজ চলমান রয়েছে।এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে যোগাযোগ খাতে।যোগাযোগ খাতে ১৫ কোটি ২৫ লাখ ৫৯ হাজার ৫০৪ টাকার কাজ চলছে।পানি সরবরাহ খাতে ১ কোটি ৬১ লাখ ১২ হাজার টাকা, শিক্ষায় ১ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার টাকা ১৬ টাকা, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে ১২ লাখ ৮১ হাজার ৪৬৭ টাকা, পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে ২১ লাখ ৪৬ হাজার ৬৫২ টাকা, মানব সম্পদ উন্নয়নে ১১ লাখ ৫৮ হাজার ৭৮০টাকা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় ১ লাখ ৪৮ হাজার ২শত টাকা, তথ্য প্রযুক্তি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কাজে ২৮ লাখ ৫০ হাজার ৮৫৯ টাকা এবং অন্যান্য খাতে ১৬ লাখ ১৯ হাজার ২৭২ টাকার উন্নয়ন কাজ শেষ পর্যায়ে রয়েছে।এ প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে ড্রেন,কালভার্ট, ল্যাট্রিন, পাবলিক টয়লেট,গভীর নলকূপ স্থাপন, শিক্ষার্থীর মধ্যে ৫৬০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।তৃণমূল জনগণের চাহিদা অনুযায়ি অগ্রাধিকার ভিত্তিতে এলজিএসপি প্রকল্পের টাকা বরাদ্দ দেয়া হয়।এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জীবন যাত্রা উন্নত হয়েছে বলে তিনি জানান।২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের টাকা দ্রুতই ছাড় হবে বলে স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১০৫৮/নূসী