বাসস দেশ-২৮ : সিম প্রতিস্থাপনের ক্ষেত্রে শুল্ক অব্যাহতি

312

বাসস দেশ-২৮
সিম-প্রতিস্থাপন-শুল্ক
সিম প্রতিস্থাপনের ক্ষেত্রে শুল্ক অব্যাহতি
ঢাকা, ১৪ জানুয়ারি, ২০১৮(বাসস) : মোবাইল নাম্বার অপরিবর্তিত (এমএনপি) রেখে বিদ্যমান অপারেটরর সিমকার্ডের পরিবর্তে নতুন অপারেটরের সিমকার্ড গ্রহণের ক্ষেত্রে সিমকার্ডের বিপরীতে আরোপণীয় সমুদয় মুল্য সংযোজন কর (মূসক) এবং সম্পূরক শুল্ক অব্যাহতি দেয়া হয়েছে।তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত পরিপালনের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,মূসক আইন,১৯৯১ এর ধারা ১৪ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে এমএনপি সেবা গ্রহণের ক্ষেত্রে সিম প্রতিস্থাপনের ওপর আরোপিত মূসক এবং সম্পূরক শুল্ক অব্যাহতি দেয়া হয়েছে। তবে এজন্য মোবাইল অপারেটরগণ কর্তৃক প্রতিমাসের প্রথম সপ্তাহের মধ্যে পূর্ববর্তী মাসে সিমকার্ডের সর্বমোট স্থিতি,এমএনপি সেবার বিপরীতে তাদের নেটওয়ার্কে কি পরিমাণ গ্রাহক যুক্ত হলো এবং বের হলো এর সংখ্যা ও অব্যাহতিপ্রাপ্ত শুল্ককরের পরিমাণ, অন্যান্য কারণে সিমকার্ড পরিবর্তন সংক্রান্ত তথ্য এবং সেটার জন্য আদায়কৃত শুল্ককরের পরিমাণ সংশ্লিষ্ট মূসক কমিশনারেট ও বিটিআরসিতে বাধ্যতামূলক প্রেরণ করতে হবে।
এছাড়া এমএনপি সার্ভিস প্রক্রিয়াকরণ সংস্থা কর্তৃক অনুরুপভাবে সকল মোবাইল অপারেটরের এমএনপি সেবা প্রদানের বিপরীতে যুক্ত হওয়া এবং বের হয়ে যাওয়া গ্রাহকের নাম, মোবাইল নম্বর,বর্তমান অপারেটর ও অপরিবর্তিত অপারেটরসহ আনুষঙ্গিক তথ্য সংশ্লিষ্ট মূসক কমিশনারেট এবং বিটিআরসিতে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে পূর্ববর্তী মাসের তথ্য প্রেরণ করতে হবে।
এসব শর্ত যথাযথ পরিপালন না করলে প্রদত্ত অব্যাহতি বা রেয়াতি সুবিধা বাতিল করতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড।
বাসস/আরআই/২০২০ কেএমকে