পাটের বহুমুখী ব্যবহারের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বস্ত্র ও পাট মন্ত্রী

357

নারায়ণগঞ্জ, ১৪ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বলেছেন, পাটের বহুমুখী ব্যবহারের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
পাটের নতুন বাজার তৈরির চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সোমবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে তার ঢাকার বাসভবনে দেখা করতে গেলে তিনি একথা বলেন।
এরমধ্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাধারন সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ ও নাফিজ আশরাফ প্রমুখ রয়েছেন।
পাটমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ এখন গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে অনন্য অবস্থানে থাকলেও পাট শিল্পের ক্ষেত্রে এর গুরুত্ব আগের মতো নেই। আমি পাটের তথা নারায়ণগঞ্জের সে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করবো।’