বাসস দেশ-১০ : দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী

124

বাসস দেশ-১০
শিল্পমন্ত্রী – মতবিনিময়
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী
ঢাকা, ১৪ জানুয়ারি, ২০১৮ (বাসস) : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
তিনি আজ শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্পসচিব মো. আবদুল হালিম (ভারপ্রাপ্ত) এ সভায় উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, সকলের সমবেত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের সকল টার্গেট নির্ধারিত সময়ের মধ্যে অর্জন করতে হবে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের শাসক নন, সেবক এ কথা মনে রেখে কাজ করলে সকল কাজই সহজে সম্পাদন করা সম্ভব।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘জনগণকে দেয়া আমাদের অঙ্গীকারসমূহ পূরণ করতে হবে’। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে মানুষের প্রত্যাশা পূরণ করার কথাও তিনি সকল কর্মকর্তাকে স্মরণ করিয়ে দেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিল্পখাত বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃজন করে দেশের উন্নতিতে সরকারি কর্মকর্তদের ভূমিকা রাখতে হবে। তিনি এ সময় চিনি শিল্প প্রতিষ্ঠানসমূহের উৎপাদন সক্ষমতার পূর্ণ প্রয়োগের আহবান জানান।
সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের সম্পদ, দেশের সম্পদ একথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বন্ধ শিল্প কারখানাগুলো চালু করে এগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ব্যবস্থা নিতে হবে।
বাসস/সবি/জেডআরএম/১৬৫৫/আরজি