বাজিস-৮ : সাতক্ষীরার কৃষকরা বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন

122

বাজিস-৮
সাতক্ষীরা-বোরো
সাতক্ষীরার কৃষকরা বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন
সাতক্ষীরা, ১৪ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলায় বোরো চাষে চাষীরা ব্যস্ত সময় পার করছেন। চলতি মওসুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরো চাষের লক্ষ্যমাত্রা প্রায় ৭৫ হাজার হেক্টর জমি নির্ধারণ করেছে।
সাতক্ষীরা জেলার সব উপজেলায় বোরো চাষ হলেও সদর উপজেলা, তালা উপজেলা ও কলারোয়া উপজেলায় ইরি চাষ বেশি মাত্রায় হয়। কৃষকরা তাই বোরো চাষের জন্য কেউ কেউ জমি প্রস্তুত করছেন। আবার কেউ বা পাঁচ-সাত দিনের চাষের কার্যক্রম শুরু করবেন।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক অরবিন্দু বিশ্বাস জানান, সদর উপজেলায় ২৩ হাজার ৬শ’ হেক্টর জমিতে, কলারোয়া উপজেলায় ১২ হাজার ৭৭১ হেক্টর জমিতে, তালা উপজেলায় ১৮ হাজার ৭১৭ হেক্টর জমিতে, দেবহাটা উপজেলায় ৫ হাজার ২৯০ হেক্টর জমিতে, আশাশুনি উপজেলার ৬ হাজার ৪৬৫ হেক্টর জমিতে ও শ্যামনগর উপজেলায় ২ হাজার ৩০ হেক্টর মোট ৭৪ হাজার ৭০৩ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছিল ৭৩ হাজার ৪২০ হেক্টর জমিতে। ইতোমধ্যে ২ হাজার ১৯০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।
তিনি আরো জানান, মওসুমের শুরু থেকে এ পর্যন্ত পোকার আক্রমণ বা রোগবালাই দেখা দেয়নি। আগামী ২/৩ সপ্তাহের মধ্যে কৃষকরা সব জমিতে চারা রোপণ শেষ করবেন। কৃষকরা আশা করছেন, চলতি মওসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
বাসস/সংবাদদাতা/১৬১০/-মরপা