নওগাঁয় বিআরটিএ এক বছরে ৯ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা রাজস্ব আদায় করেছে

230

নওগাঁ, ১৪ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গত এক বছরে ৯ কোটি ৮১ লাখ ৭৬ হাজার ৬শ’ ৮ টাকা রাজস্ব আদায় করেছে। উক্ত বিভাগ গত ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন খাতে এ রাজস্ব আয় করেছে।
বিআরটিএ নওগাঁ’র সহকারী পরিচালক মঈনুল হাসান জানিয়েছেন নওগাঁ এ পর্যন্ত ৫৯ হাজার ৫শ’ মোটর সাইকল নিবন্ধিত হয়েছে। এর মধ্যে গত এক বছরেই অর্থাৎ জানুয়ারি ’১৮ থেকে ডিসেম্বর ‘১৮ পর্যন্ত সময়ে ৮ হাজার ২৩টি মোটরসাইকেল নিবন্ধিত করা হয়েছে।
সূত্রমতে বিভিন্ন খাতে রাজস্ব আয়ের পরিমাণ হচ্ছে ৮ হাজার ২শ’ ৩টি নতুন রেজিষ্ট্রেশন বাবদ ৫ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৬শ’ ৪৪ টাকা, ড্রাইভিং লাইসেন্স বাবদ ২ কোটি ১৬ লাখ ৭ হাজার টাকা, ৭৩টি রেজিষ্ট্রেশনের ডুপলিকেট কপি সরবরাহ করে ২৫ হাজার ১শ’ ৮৫ টাকা, ৩টি যানবাহনের এনডর্সমেন্ট বাবদ ২ হাজার ৫শ’ ৮৯ টাকা, ৯৮টি যানবাহনের মালিকানা পরিবর্তন করে আয় ৩ লক্ষ ২৭ হাজার ৩শ’ ২৮ টাকা, ৩টি যানবাহনের মোডিফিকেশন বাবদ আয় ২ হাজার ২শ’ ৪৪ টাকা, ১টি এনডর্সমেন্ট অব হায়ার পার্সেজ বাবদ ১ হাজার ৭শ’ ২৫ টাকা, ২২টি ফিটনেস সনদপত্র বাবদ ২৩ হাজার ৯শ’ ১৪ টাকা, ৬৪১টি যানবাহনের ফিটনেস নবায়ন বাবদ আয় ১৫ লাখ ৩৭ হাজার ৫৮ টাকা, ৭৩টি ডুপলিকেট ফিটনেস সনদপত্র প্রদান বাবদ ১৩ হাজার ৬শ’ ৮৩ টাকা, ২১টি রুট পারমিট প্রদান বাবদ ১ লাখ ২২ হাজার ৪শ’ ৩৬ টাকা, ৭২টি রুট পারমিট নবায়ন বাবদ আয় ৩ লাখ ৭৩ হাজার ৯শ’ ২২ টাকা, ৮টি ডুপলিকেট রুট পারমিট ইস্যু বাবদ ২ হাজার ৬শ’ ৭২ টাকা, ৭,৩৯৩টি ট্যাক্স টোকেন ইস্যু বাবদ ১ কোটি ৮১ লাখ ২১ হাজার ১শ’ ৭৪ টাকা, ১০,৮৪৫টি লার্নার্স ড্রাইভিং লাইসেন্স প্রদান বাবদ আয় ৩৯ লাখ ২ হাজার ৬৯ টাকা এবং ১৪২টি বিবিধ খাতে সেবা দিয়ে আয় হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯শ’ ৬৫ টাকা।
বিআরটিএ নওগাঁর সহকারী পরিচালক মঈনুল হাসান বলেছেন নওগাঁ’র মানুষের যানবাহনের ক্ষেত্রে আইন মেনে চলার প্রবণতা বেশ প্রখর। এ কারণে রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সহ এ সংক্রান্ত সকল শর্ত পূরণ করে যানবাহন চালাতেই বেশি আগ্রহী। বিশেষ করে নওগাঁ জেলায় মোট যত মোটর সাইকেল রয়েছে তার শতকরা ৮০ ভাগেরও বেশি নিবন্ধিত হয়েছে।