আন্তঃসীমান্তে হিজবুল্লাহর সকল টানেল খুঁজে পেয়েছে ইসরাইল

193

জেরুজালেম, ১৩ জানুয়ারি, ২০১৯ (বাসস) : লেবানন থেকে হিজবুল্লাহর খনন করা সব টানেল খুঁজে পেতে সক্ষম হয়েছে ইসরাইল। রোববার দেশটি এ কথা জানায়।
গত ৪ ডিসেম্বর ইসরাইল টানেল খোঁজা ও তা ধ্বংসের কাজ শুরু করে। এ কারণে আশংকা করা হচ্ছিল লেবানন ভিত্তিক এই জঙ্গি সংগঠন এর প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দেবে। তবে, সীমান্ত বর্তমানে শান্ত রয়েছে। খবর এএফপি’র।
ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র মোট কতোগুলো টানেল তারা খুঁজে পেয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
তবে, সেনাবাহিনী অভিযান শুরুর পর এ পর্যন্ত মোট ছয়টি টানেল খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার সর্বশেষ টানেলটি খুঁজে পাওয়া গেছে।
লেফটেন্যান্ট কর্ণেল জনাথন কনরিকাস সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তথ্য এবং পরিস্থিতি বিবেচনায় মনে করা হচ্ছে লেবানন থেকে ইসরাইলে হামলা চালাতে আর কোন আন্তঃসীমান্ত টানেল আর অবশিষ্ট নেই।
আগামী কয়েকদিনের মধ্যে শেষ টানেলটিও ধ্বংস করা হবে জানিয়ে সেনাসূত্র বলেছে, এর মধ্যদিয়ে অভিযানও শেষ হয়ে যাবে।