প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান ঘটবে : সমাজকল্যাণমন্ত্রী

194

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আগামী পাঁচ বছরে প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান ঘটবে। সমাজের মূল স্রোতধারার মানুষের সাথে তাদের সম্পৃক্ত করা হবে।
তিনি আজ লালমনিরহাট জেলা সার্কিট হাউজে, জেলা সংবাদকর্মী ও সুশীল সমাজের সাথে ‘নির্বাচন পরবর্তী উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আরিফের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল আশরাফ প্রমুখ।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দেশের সকল ক্ষেত্রেই এখন উন্নয়নের সফলতা দৃশ্যমান।এই উন্নয়নের জোয়ারে দেশের এক শ্রেণীর মানুষ অবহেলিত থাকবে, পিছনে পড়ে থাকবে তা হতে পারে না। আগামীতে একজন অটিজম আক্রান্ত শিশুর মা-বাবা তার সন্তানের জন্য মুখ লুকাবে না। নিজেকে আর অসহায় ভাবতে পারবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশ থেকে ক্ষুধা মুক্ত করে উত্তরাঞ্চল থেকে মঙ্গা শব্দটি উঠিয়ে দিয়েছে। এখানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন নতুন কল কারখানা স্থাপন করা হবে, লালমনিরহাটের পুরাতন বিমান বন্দরটি সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি দেশ থেকে দূর্নীতি ও মাদককে নির্মূল করা হবে।