বাসস ক্রীড়া-১০ : কুমিল্লার হয়ে খেলতে ঢাকায় পেরেরা

131

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বিপিএল
কুমিল্লার হয়ে খেলতে ঢাকায় পেরেরা
ঢাকা, ১৩ জানুয়ারি ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এখন ঢাকায় শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরা।
নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় বিপিএলের শুরু থেকেই কুমিল্লা শিবিরে যোগ দিতে পারেননি পেরেরা। অবশেষে বিপিএলের দ্বিতীয় পর্ব থেকে কুমিল্লার হয়ে খেলবেন পেরেরা। তাই সিলেট পর্ব থেকেই পেরেরাকে নিয়ে পরিকল্পনা সাজাবে কুমিল্লা শিবির।
ঢাকা পর্বে ইতোমধ্যে ৩টি ম্যাচ খেলেছে কুমিল্লা। ্এরমধ্যে ২টি জয় ও ১টি হারের স্বাদ নিয়েছে কুমিল্লা। ৪ পয়েন্ট সংগ্রহে রেখেছে তারা।
বিপিএলের সিলেট পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বাসস/এএসজি/এএমটি/১৬৫৫/মোজা/স্বব