বাসস বিদেশ-৬ : পোলিশ কূটনীতিককে ডেকে পাঠালো ইরান

163

বাসস বিদেশ-৬
ইরান-পোল্যান্ড
পোলিশ কূটনীতিককে ডেকে পাঠালো ইরান
তেহরান, ১৩ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে পোল্যান্ডের শীর্ষ কূটনীতিককে ডেকে পাঠিয়েছে। ইরান বিরোধী আর্ন্তজাতিক সম্মেলন করার পরিকল্পনার প্রতিবাদ জানাতে পোলিশ এই কূটনীতিককে ডাকা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাশেমি রোববার তার টেলিগ্রাম চ্যানেলকে বলেন, তথাকথিত ইরান বিরোধী শান্তি ও নিরাপত্তা সম্মেলনের প্রতিবাদ জানাতে পোল্যান্ডের চার্জ দ্য এফেয়ার্সকে ডেকে পাঠানো হয়েছে।
গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরান বিরোধী আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা দিয়ে বলেন, এতে বিশ্বের বেশ কিছুসংখ্যক দেশ অংশ নেবে।
ইরানে পোল্যান্ডের প্রতিনিধি ওজেক আনল্ট বারবার বলেছেন, ওয়ারশতে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় সম্মেলন ইরান বিরোধী নয় এবং এ কারণে পোল্যান্ড সম্প্রতি ইরান বিরোধী মার্কিন বক্তব্যে অংশ নেয়নি।
কিন্তু ইরানী এই কর্মকর্তা বলছেন, এটিই যথেষ্ট নয়। পোল্যান্ড পিছু না হটলে ইরান পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।
বাসস/জুনা/১৬২৫/আরজি