বাসস ক্রীড়া-৮ : এশিয়ান কাপের প্রথম ম্যাচে পরাজয় থেকে শিক্ষা নিয়েছে অস্ট্রেলিয়া

182

বাসস ক্রীড়া-৮
ফুটবল-এশিয়ান কাপ
এশিয়ান কাপের প্রথম ম্যাচে পরাজয় থেকে শিক্ষা নিয়েছে অস্ট্রেলিয়া
দুবাই, ১২ জানুয়ারি ২০১৯ (বাসস) : জর্ডানের বিপক্ষে এশিয়ান কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১-০ গোলের হতাশাজনক পরাজয় থেকে শিক্ষা নিয়েই দ্বিতীয় ম্যাচে ফিলিস্তিনকে ৩-০ গোলে পরাজিত করতে পেরেছে অস্ট্রেলিয়া। এমনটাই বিশ্বাস করেন সকারুজ কোচ গ্র্যাহাম আরনল্ড। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচের মাধ্যমে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-বি’তে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচে জেমি ম্যাকলানের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করে দলকে এগিয়ে দেন। এরপর আয়ার মাবিল ব্যবধান দ্বিগুন করার পর আপোসটোলোস গিয়ানু অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচ শেষে আরনল্ড বলেছেন, জর্ডান আমাদের বিপক্ষে যেভাবে খেলেছে ফিলিস্তিনও সেই চেষ্টাই করেছিল। আমরা অন্যান্য দেশের মত খুব বেশীদিন একসাথে অনুশীলণ করতে পারিনি। যে কারনে দলের মধ্যে সমঝোতা ফিরিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। কিন্তু জর্ডানের বিপক্ষে ম্যাচের পর আমি যা বলেছিলাম সেটার ছিল গুরুত্বপূর্ণ। পরাজয় থেকে আমরা শিক্ষা নিয়েছি। ঐ দিন আমরা আসলেই অনেক কিছু শিখেছি, যেগুলো অনুশীলনে কাজে লাগাতে চেষ্টা করেছি।
সোমবার সিরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে অন্তত ড্র করতে পারলেই নক আউট পর্ব নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার।
বাসস/নীহা/১৮৪০/এমএইচসি