বাজিস-৭ : লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে

175

বাজিস-৭
লালমনিরহাট- নিহত
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে
লালমনিরহাট, ১২ জানুয়ারি ২০১৯ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা-কাজিরহাট রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলেন- রংপুর জেলার গংগাচওড়া উপজেলার গজঘণ্টা এলাকার আবু বক্করের ছেলে ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৩৯) ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে ব্যাংকার আলীকুজ্জামান টিটু(৪১)। টিটু কুড়িগ্রাম জেলার উলিপুর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অফিসার হিসেবে কমর্রত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস নামের একটি ট্রেন কাকিনা-কাজিরহাট রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহীরা ছিটকে পড়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ ও তার সঙ্গে থাকা ব্যাংকার আলীকুজ্জামান টিটু গুরুতর আহত হন। এলাকাবাসীরা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতে আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় আলীকুজ্জামান টিটুকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কাকিনা কাজিরহাট রেলক্রসিংয়ে কোন গেটম্যান নেই।
বাসস/সংবাদদাতা/১৮৩৫/মরপা