বাসস বিদেশ-৬ : যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা

184

বাসস বিদেশ-৬
যুক্তরাষ্ট্র-রাজনীতি
যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা
ওয়াশিংটন, ১২ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত দেয়াল প্রকল্পে অর্থায়নকে কেন্দ্র করে মার্কিন সরকারের আংশিক সেবা কার্যক্রম দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে বন্ধ রয়েছে। শনিবার এই অচলাবস্থার ২২ তম দিন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
২২ ডিসেম্বর এই অচলাবস্থা শুরু হয়। এর আগে ১৯৯৬ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে টানা ২১ দিন এই সেবা কার্যক্রম বন্ধ ছিল।
বাসস/ কেএআর/১৩০৫/জুনা