ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

266

দামেস্ক, ১২ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী শুক্রবার রাতে গুলি করে ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা একথা জানায়। খবর এএফপি’র।
সূত্র আরো জানায়, ইসরাইলের সামরিক বিমান থেকে ছোঁড়া তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র স্থানীয় সময় রাত ১১ টার দিকে সিরিয়া প্রতিরোধ করে।
সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানায়, ‘কেবলমাত্র একটি ক্ষেপণাস্ত্র দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবহন মন্ত্রণালয়ের এক গুদামঘরে আঘাত হানতে সক্ষম হয়। তবে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ’
এরআগেও ইসরাইল সিরিয়ায় বেশ কয়েকবার বোমা হামলা চালিয়েছে। ইসরাইলের ভাষ্যমতে তারা সিরিয়ায় ইরানের সামরিক বাহিনী লক্ষ্য করে এসব হামলা চালায়।