বাসস দেশ-১৪ : ধর্ম মন্ত্রণালয়ে দুর্নীতিকে কোন প্রশ্রয় দেয়া হবে না : শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

561

বাসস দেশ-১৪
ধর্ম প্রতিমন্ত্রী-মতবিনিময়
ধর্ম মন্ত্রণালয়ে দুর্নীতিকে কোন প্রশ্রয় দেয়া হবে না : শেখ মোহাম্মদ আব্দুল্লাহ
গোপালগঞ্জ, ১১ জানুয়ারি, ২০১৯ (বাসস): ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ধর্ম মন্ত্রণালয়ে দুর্নীতিকে কোন প্রশ্রয় দেয়া হবে না। মন্ত্রণালয় থাকবে শতভাগ দুর্নীতিমুক্ত। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, আমি দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দিবও না।
তিনি আজ সকালে গোপালগঞ্জে তার বাসভবনে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। হজ যাত্রীদের চোখে আমি পানি দেখতে চাই না। যাদের কারণে হাজী সাহেবদের চোখের পানি ফেলতে হয় আমি তাদের চোখের পানি ফেলতে বাধ্য করবো।
তিনি বলেন, আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের অনুসারীদের জন্য ধর্ম প্রতিমন্ত্রী। সকল ধর্মীয় জনগোষ্ঠির কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাবো।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব প্রদান করেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে আমি কাজের মাধ্যমে সকল মন্ত্রণালয়ের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত করবো।
বাসস/সবি/এমএমবি/২২৪৫/এইচএন