ঢাবিতে অটিজম বিষয়ক কোর্সের উদ্বোধন

437

ঢাকা, ১১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাডভান্সড কোর্স অন ডিজঅ্যাবেলিটি, অটিজম এন্ড ইনক্লুসিভ এডুকেশন’ শীর্ষক একটি নতুন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামানিক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা জাহান এবং ঢাবি যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ।