বাসস ক্রীড়া-৪ : কনুই’র ইনজুরির কারণে দেশে ফিরে গেলেন স্মিথ

189

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-বিপিএল
কনুই’র ইনজুরির কারণে দেশে ফিরে গেলেন স্মিথ
ঢাকা, ১১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : কনুই’র ইনজুরির কারনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের শুরুর দিকেই দেশের ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলপতি স্টিভেন স্মিথ। নিজ দেশে ফিরে কনুই’র চিকিৎসা করাবেন তিনি।
পরিস্থিতি ভালো মনে করলে আবারো বিপিএল খেলতে বাংলাদেশের আসবেন স্মিথ। তাই ধারনা করা হচ্ছে, বিপিএলের দু’টি ম্যাচে স্মিথকে পাবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই আগামী ১১ ও ১৩ জানুয়ারি ঢাকার দু’টি ম্যাচে স্মিথকে পাবে না কুমিল্লা। সিলেট পর্ব থেকে স্মিথকে পাওয়ার ব্যাপারে আশাবাদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার সোহানুজ্জামান খান বলেন, ‘সিলেট পর্ব থেকেই আমরা তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদি। ব্যক্তিগত চিকিৎসককে দেখাতে করাতেই অস্ট্রেলিয়া গেছেন স্মিথ।’
এবারের আসরের এখন পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দু’টি ম্যাচ খেলেছেন স্মিথ। সিলেট সিক্সার্সের বিপক্ষে ১৬ ও রংপুর রাইডার্সের বিপক্ষে শুন্য রান করেন তিনি।
বাসস/এএসজি/এএমটি/১৬৩৫/স্বব