বাসস ক্রীড়া-২ : রংপুরের বিপক্ষে ঢাকার সংগ্রহ ১৮৩ রান

193

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-বিপিএল
রংপুরের বিপক্ষে ঢাকার সংগ্রহ ১৮৩ রান
ঢাকা, ১১ জানুয়ারি ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের নবম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করেছে ঢাকা ডায়নামাইটস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্বান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। তার ২৬ বলের ছোট্ট ও ঝড়ো ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা ছিলো। এছাড়া অধিনায়ক সাকিব আল হাসান ৩৬, আন্দ্রে রাসেল ১৩ বলে ২৩ , রনি তালুকদার ১৮ ও মিজানুর রহমান ১৫ রান করেন।
রংপুরের পেসার শফিউল ইসলাম ৩টি, ইংল্যান্ডের খেলোয়াড় বেনি হাওয়েল-সোহাগ গাজী ২টি করে উইকেট নেন।
বাসস/এএসজি/এএমটি/১৫৫০/স্বব