বাসস ক্রীড়া-১ : টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে রংপুর

153

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-বিপিএল
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে রংপুর
ঢাকা, ১১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের নবম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বর্তমান চ্যাম্পিয়ন রংপুর এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে। এরমধ্যে দু’টিতে জয় ও ১টিতে হেরেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর। ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা।
চিটাগং ভাইকিংসের কাছে ৩ উইকেটে হেরে এবারের আসরে যাত্রা শুরু করলেও, খুলনা টাইটান্সকে ৮ রানে ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারায় রংপুর রাইডার্স।
এখন পর্যন্ত শতভাগ সাফল্য পেয়েছে ঢাকা ডায়নামাইটস। দুই ম্যাচে অংশ নিয়ে দু’টিই জিতেছে তারা। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৮৩ রানে ও দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে ১০৫ রানে হারিয়েছে ঢাকা।
রংপুর রাইডার্স একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ক্রিস গেইল, মেহেদি মারুফ, রিলে রৌসু, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, ফরহাদ রেজা, বেনি হাওয়েল, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম ও সোহাগ গাজী।
ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), হজরতউল্লাহ জাজাই, সুনিল নারাইন, রনি তালুকদার, মিজানুর রহমান, শুভাগত হোম, আন্দ্রে রাসেল, নুরুল হাসান, রুবেল হোসেন, কাইরন পোলার্ড ও আল ইসলাম।
বাসস/এএসজি/এএমটি/১৪৩০/-স্বব